Post
Topic
Board Regional Languages (India)
Re: কেন বিটকয়েনে বিনিয়োগ করা উচিত?
by
Evil eye
on 11/11/2018, 08:00:16 UTC
প্রথমত, আপনার পোস্ট করার উদ্দেশ্য হল মেরিট পাওয়া।
দ্বিতীয়ত, আপনি গুগল ট্রান্সলেট করছেন।
তৃতীয়ত, আপনি যে আর্টিকেল থেকে গুগল ট্রান্সলেট করছেন তার কোনো রেফারেন্স দেন নাই।
আপনি একেবারে ঠিক ধরেছেন। আসলে সবারই উদ্দেশ্য থাকে পোস্ট করে মেরিট নেওয়া। মেরিট পাওয়ার উদ্দেশ্য ছাড়া পোস্ট করার থেকে না করে ভালো। আপনি যেমন মেরিট নিয়ে প্রমোশন পেতে চান ঠিক তেমনি আমিও চাই। শুধু আমি কেন, সবাই নিজের অবস্থান থেকে উপরে উঠতে চায়।  আর এখানে আমি একটি ভালো টপিক তুলে ধরেছি বিটকয়েন সম্পর্কে। আপনি হয়তো বিটকয়েন সম্পর্কে ভালো জানেন, কিন্তু যারা জানে না তাদের জন্য এই পোস্ট টি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।