Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
DT system কি এবং কিভাবে কাজ করে?
by
CryptoLavlu
on 23/11/2018, 13:03:45 UTC
⭐ Merited by S_Therapist (1)
DT system সম্পর্কে আমাদের অনেকেরই তেমন একটা ধারণা নেই।      
ফোরামের নতুন সদস্যরা সবসময় বিভ্রান্তিতে পড়ে যেখানে সিনিয়র সদস্যরা এটা নিয়ে ভালোই অবগত আছেন।আবার কখনো কখনো সিনিয়ররাও এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়।এটি আসলে খুব সহজ একটি বিষয়।
অনেকেই প্রায়সময়ই প্রশ্ন করে থাকে কিভাবে DT সিস্টেম কাজ করে।এটা নিয়ে এই ফোরামে অনেক thread আছে যেখানে বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করা হয়েছে।কিন্তু যারা নতুন মেম্বার তাদের যাতে বুঝতে সহজ হয় এইরকম একটা থ্রেড খুজছিলাম এবং পেয়েও গেলাম যেখানে খুব সহজভাবে DT system নিয়ে ব্যাখ্যা করা আছে এবং আমি খুব সহজে এই সিস্টেম টা সম্পর্কে জানতে পারলাম।আপনারাও যাতে সহজে বুঝতে পারেন তার জন্য আমার এ খুদ্র প্রয়াস।

Original Link:How DT system work

পুরো ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাদের সাথে feedback নিয়ে কিছুটা আলোচনা করি।ফোরামে সবাই সব সদস্যদেরকে feedback দিতে পারে।কিন্তু আপনি কারো প্রোফাইল যখন চেক করবেন তখন সব ফিডব্যাক কিন্তু প্রোফাইলে শো করবেনা।

একটা উদাহরণ দিই ধরুন আমি কাউকে কোন একটা নেগেটিভ ফিডব্যাক দিলাম আপনি তার প্রোফাইল চেক করলে আমার ফিডব্যাকটা তার প্রোফাইলে দেখতে পারবেন না।কারন আমি আপনার ট্রাস্ট লিস্টে নেই।আপনি যখন আমাকে আপনার ট্রাস্ট লিস্টে add করবেন তখনি আপনি আমার ফিডব্যাকটা দেখতে পাবেন।
কাউকে আপনার ট্রাস্ট লিস্টে যুক্ত করার জন্য -
এখানে যান-Trust settings
আপনি একটা খালি জায়গা পাবেন যেখানে DefaultTrust লেখা আছে।
কাউকে আপনার ট্রাস্ট লিস্টে অন্তর্ভুক্ত করতে চাইলে ওই জায়গায় তার username লিখে update এ ক্লিক করবেন।

 DT মানে কি?
DT মানে হলো DefaultTrust. ডিফল্ট ট্রাস্ট হচ্ছে অ্যাডমিন দ্বারা পরিচালিত একটি ফোরাম অ্যাকাউন্ট।আপনি যদিও আপনার ট্রাস্ট লিস্ট থেকে কাউকে  অন্তর্ভুক্ত / বাদ দিতে পারেন।
এখন আসি DT 0 কি।
যদি ডিফল্ট ট্রাস্ট আপনাকে তার ট্রাস্ট লিস্টে অন্তর্ভুক্ত করে তাহলে আপনি হবেন  DT-1 মেম্বার। আবার কোন DT-1 মেম্বার আপনাকে তার ট্রাস্ট লিস্টে অন্তর্ভুক্ত করলে আপনি হবেন DT-2 মেম্বার।
উদাহরণসরুপ, ধরুন আপনি একজন DT-1 মেম্বার আপনি যদি X কে আপনার ট্রাস্ট লিস্টে অন্তভূক্ত করেন তাহলে X হবে DT-1 মেম্বার।

এখন আপনি যদি কোন মেম্বার কে আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিতে চান তাহলে কি করবেন।ধরেন আপনি DT-1 মেম্বার X কে বাদ দিতে চান।তাহলে trustsetting এ যান এবং বক্সে লিখুন tilde (~) এবং ওই মেম্বার এর নাম। যেমনঃ  {~X}
ট্রাস্ট সেটিং এ সবগুলো নিচের মতো উল্লেখ করা হয়েছে-
Depth 0, আপনি যাদেরকে লিস্টে অন্তর্ভুক্ত করবেন তাদের লিস্ট।    
Depth 1, Depth 0 লিস্টে যারা আছে তারা যাদেরকে ট্রাস্ট লিস্টে অন্তর্ভুক্ত করেছে তাদের লিস্ট। Smiley    
Depth 2, Depth 1 লিস্টে যারা আছে তারা যাদেরকে ট্রাস্ট লিস্টে অন্তর্ভুক্ত করেছে তাদের লিস্ট

মনে হয় DT system সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছ।

Special Thanks:S_Therapist