Post
Topic
Board Other languages/locations
Re: DT system কি এবং কিভাবে কাজ করে?
by
shasan
on 25/11/2018, 19:00:27 UTC
By the way, you can include/exclude anyone whom you do trust or not.
এবং আপনি যদি কাউকে আপনের trust লিস্ট এ যোগ বা বিয়োগ করেন তাহলে সেটা শুধু আপনিই দেখতে পারবেন। অন্য কেও দেখতে পারবে নাহ। আর তাছাড়া আপনি যদি কাউকে আপনের trust লিস্ট এ যোগ করেন (DT1/DT2) তে, তাহলে কেউ তাকে negative trust দিলেও আপনি "trade with extreme caution" দেখতে পারবেন নাহ যদিও অন্যরা  "trade with extreme caution" দেখতে পারবে। এবং অন্যরা যতো positive/negative trust প্রোফাইল পেজ এ দেখতে পাবেন আপনি তার থেকে অন্যরকম কিছু দেখতে পারেন। অনুরুপভাবে আপনি কাউকে positive/negative ফিডব্যাক দিলেও আপনি সেটা trusted ফিডব্যাক লিস্ট এ দেখতে পারবেন যদিও অন্যরা untrustd লিস্ট এ দেখতে পারবে।