Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Safin57
on 09/04/2019, 06:22:17 UTC
⭐ Merited by DTalk (1)
আমি একজন নতুন সদস্য,এখনো ফোরামের অনেক কিছুই জানি না,বুঝি না।বাংলাদেশী ভাইরা যদি সহযোগীতা করেন তাহলে উপকৃত হতাম,নতুন যারা আসবে তাদের ও উপকার হবে।
এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।