আজকে বাংলাদেশ পিছেয়ে আছে এই সব কারণে। পেপাল যখন যাত্রা শুরু করেছিল তারা তখন বাংলাদেশে আসতে চেয়েছিল কিন্তু আমাদের সরকার সেটা করে নাই, কিন্তু এখন পেপার আনার অনেক চেষ্টা করতেছে। আমার বুঝি কিন্তু অনেক পরে, যখন সবাই এগিয়ে যাই তখন আমদের দেশের সরকারের টনক নড়ে। ক্রিপ্টকারেন্সিতে ও তাই হবে। শুধু সময়ের অপেক্ষা। তাই সবাই একটু সেভ থাকেন আর কাজ করে জান। ইনশাআল্লাহ আমরা ভাল কিছু পাব৷