Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Rafiqul
on 28/04/2019, 17:32:10 UTC
বগুড়াতে বিটকয়েন লেনদেন করার অভিযোগে তিনজন গ্রেপ্তার- https://www.youtube.com/watch?v=KncarNpmGzY
খবরটা ইউটিউবে দেখলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। শিক্ষিত বেকার ছেলেরা নিজ উদে্্যাগে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, কাজ করে থাচ্ছে। সরকার তাদের সহযোগিতা না করে তাদের গ্রেপ্তার করছে। আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে।