কুয়েন এক্সচেন্জের নতুন IEO যে Trias হবে তা হয়তো অনেকেই জানেন। তবে আজ তার ডিটেইলস্ এনাউন্স করা হয়েছে অফিসিয়াল্লি ভাবে। আপনি যদি কুয়েনে এক্সচেন্জের IEO করার জন্য ইচ্ছুক থাকেন তবে এর ডিটেইলস্ দেখতে পারেন এখানে গিয়ে
https://www.kucoin.com/news/en-announcement-of-trias-try-token-sale-on-kucoin-spotlightআগেই বঝতে পারছিলাম যে কুকয়েন হোল্ডিং এর নির্ভর করে এই লটারি হবে কিন্তু এর সাথেও ভিন্ন কিছু পদ্ধতি যোগ হবে তাও আবার এই রকম ভাবতেই পারিনি।
এখন দেখা যাক এই পদ্ধতি কেমন কাজে লাগে, বিশেষ করে কুকয়েনের প্রাইস মুভমেন্টের উপর।