আগামি ২৮ তারিখ কুকয়েনে হতে যাচ্ছে ক্রোমা টোকেন সেল। আশা করি অন্যান্য IEO গুলোর চাইতে এটি বেশ ভাল করবে। যদিও এর আগের প্রযেক্ট গুলো মোটামুটি ভালই করছে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আগের হয়ে যাওয়া দুইটি IEO এর চাইতে ক্রোমা আরো অনেক বেশি ভাল করবে। কিন্তু দু:খের বিষয় লটারিতে এইবার কোন জয়ি হতে পারবো কিনা!