Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Erfan900
on 21/05/2019, 12:44:59 UTC
আমি নতুন join করেছি,,,, কয়টা পোস্ট দিলে jr member হওয়া যায়।

আসলে  jr member হতে গেলে এটা  মেরিটের প্রয়োজন।আর যুদি আপনি সেই মেরিট না থাকে তাহলে আপনি কোন  দিন  jr member হতে পারবেনা । আর পোস্ট এ কোনো পজিশন চেঞ্জ হয়না। ধন্যবাদ....
jr member হতে হলে তোমার   নির্দিষ্ট পরিমাণ কোন পোস্টের প্রয়োজন হয় না, এর জন্য তোমাকে একটি মেরিট অর্জন করতে হবে।আর মেরিট অর্জন করতে আপনি শত শত পোস্ট করলেন, কিন্তু বিটকয়েন বিষয়েে কোন মান   উন্নত বা আপডেট   পোস্ট করলেন না তাহলে আপনাকে কোন   প্রকারের মেরিট দেওয়া হবে না।  আর আপনি যদি একটি মডারেটর পছন্দ মতো মানসম্মত একটি পোস্টেই মেরিট পাবেন। আর এ জন্য আপনাকে প্রথমেে বিটকয়েন সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। বিটকয়েন সম্পর্কে ভালো ভাবে জানতে হলে, বিটকয়েন সাইটে অনেক বড় ভাইয়ের আছে তার আনেক জ্ঞানী। তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন বা তারা বিটকয়েন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন সেগুলো দেখতে পারেন। তা ছাড়া Google or YouTube  থেকে শিখতে পারেন।