সবাই শুধু কিভাবে র্যাংক বাড়ানো যায় কিংবা কিভাবে আর্ন করা যায় সেই চিন্তায় আছেন।বিটকয়েনটকে যে আমাদের কোন নিজস্ব বোর্ড নাই সে চিন্তা কি একবার ও করেছেন? আমাদের কোন অবস্থান নাই, এর কারন কি?
কারন আমাদের মধ্যে বন্ডিং নাই, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত।আসুন সবাই মিলে এইখানে বাংলাদেশের একটা লোকাল আলাদা সেকশন এর চেষ্টা করি।তাহলে সেটা কাজে লাগবে সবার।
কে কে আমার সাথে আছেন, যারা প্রতিদিন বিটকয়েনটকে আসেন?
এইখানে কমেন্ট করুন।
আই উইশ।
আমরা সবাই মিলে যদি একটা মিট আপ করি তাহলে মনে হয় ভালো হয়।কারন এতে আমাদের মধ্যে বন্ডিং বাড়বে এবং আশা করি সবাই এক হয়ে কিছু করা যাবে।
রিস্কি ব্যাপা,, সাবধানে থাকবেন।