আমরা সবাই মিলে যদি একটা মিট আপ করি তাহলে মনে হয় ভালো হয়।কারন এতে আমাদের মধ্যে বন্ডিং বাড়বে এবং আশা করি সবাই এক হয়ে কিছু করা যাবে।
আপনার সাথে কিছুটা একমত। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তা কিছুটা বিপদজনক। কারণ
(১) বাংলাদেশের অর্থনৈতিক গবেষকরা বিটকয়েনেক রিস্কি ও মানি লর্ডানিং এর মাধ্যম হিসেবে উল্লেখ করায়, বাংলাদেশে বিটকয়েন ব্যান। আর এজন্য জেলও হতে পারে।
(২) সব বাঙালি যে অন্যের ভালো চায়, এমনও না। মুদ্রার এক পিঠ দেখে মাতামাতি করে।
(৩) বর্তমানে স্ক্রিল ও নেটেলার ( বেটিং ও মানি লর্ডানিং এ ব্যবহার হয়) ব্যান করা এবং আইনত কঠোর ব্যবস্থা দ্বারা বুঝা যায় যে, বাংলাদেশে সহজেই বিটকয়েনকে বৈধ করা যাবে না।
(৪) আমাদের মধ্যে অনেকেই ক্রিপটোকারেন্সি সম্পর্কে জানতে পেরেছি এয়ারড্রপ বা বাউন্টির মাধ্যমে।অর্থাৎ ফ্রি ইনকাম করার ইচ্ছা থেকেই। তাই যারা ফ্রি ইনকামের ধান্দায় থাকে, তাদের দ্বারা বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।
এছাড়াও আরো অনেক কারণ আছে। মূল কথা আমাদের মধ্যে একতার এখনও অভাব আছে।