Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 25/05/2019, 12:37:30 UTC
সবাই শুধু কিভাবে র‍্যাংক বাড়ানো যায় কিংবা কিভাবে আর্ন করা যায় সেই চিন্তায় আছেন।বিটকয়েনটকে যে আমাদের কোন নিজস্ব বোর্ড নাই সে চিন্তা কি একবার ও করেছেন? আমাদের কোন অবস্থান নাই, এর কারন কি?
কারন আমাদের মধ্যে বন্ডিং নাই, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত।আসুন সবাই মিলে এইখানে বাংলাদেশের একটা লোকাল আলাদা সেকশন এর চেষ্টা করি।তাহলে সেটা কাজে লাগবে সবার।

কে কে আমার সাথে আছেন, যারা প্রতিদিন বিটকয়েনটকে আসেন?
এইখানে কমেন্ট করুন।
এর মূল কারণ হলো প্রায় বাঙালিই ক্রিপটোকারেন্সি সম্পর্কে জানতে পেরেছে এয়ারড্রপ ও বাউন্টির মাধ্যমে এবং ফ্রি ইনকামের জন্য। তাছাড়া অনেক বাউন্টি/এয়ারড্রপে যোগদানের জন্য জুনিয়র মেম্বার হওয়া লাগে।
আমাদের নিজস্ব/লোকাল সেকশন না থাকার কারণ আমরা বাংলিশ (আমিও এখন বাংলিশ এ লেখতেছি) । লেখার সময় বাংলা ও ইংলিশ একসাথে লেখি। তাছাড়া এইখানে কেউ কোনো নুতুন আপডেট দেয় না এবং আপডেট দিলেও অন্যরা নিজ ধান্দায় ব্যস্ত। অর্থ্যাৎ কোনো ধরনের আলোচনা হয় না।