আমি কিছু বুঝতে পারছি না, আমার প্রায় সব পোস্ট গুলো মুছেফেলা হচ্ছে। কেউ আমাকে দয়া করে বলুন কি কারণে এটা করা হয়।
বিটকয়েনটক হলো বিটকয়েন সম্পরকে আলোচনা/তথ্য আদান প্রদানের ফোরাম। এখানে প্রচুর তথ্য রয়েছে বিটকয়েন সম্পর্কে। তাছাড়া এখানে অনেক সিনিয়র মেম্বার আছেন যারা বিভন্ন আপডেট মূল্যবান তথ্য পোস্ট করে থাকেন।
প্রতিদিন অনেক নতুন মেম্বার ফোরামে যোগদান করতেছে এবং অনেক আইডি বাতিল হচেছ। এর কারন হলো ফোরামের রুলস না জানা। বিটকয়েনটক এর কিছু রুলস রয়েছে যেগুলো না মানলে আপনার আইডি ব্যান্ড করে দেয়। অনেকে এই রুলস না জানার কারনে আইডি ব্যান্ড খায়। বিশেষ করে যারা নতুন তাদের ফোরামের রুলস জানা খুব জরুরি।
এই লিঙ্ক থেকে ফোরামের সকল রুলস জেনে নিন অ্যান্ড নিরাপদে ফোরাম ব্যাবহার করুন।
https://bitcointalk.org/index.php?topic=703657.0 ফোরামের রুলস জানুন, নিজের আইডি ও ফোরাম সুরক্ষিত রাখুন।