heee bangaldeshi man sobai kemon achen?
বার বার বলার পরও কেউ ফরমের নিয়ম মেনে চলে না। তারপরও সবাই ইংরেজিতে লিখতেছে আবার কেমন আছেন কি করতেছেন এগুলো লিখে পোস্ট করতেছে।বিটকয়েন সম্পর্কে কেউ কোন পোস্ট করতেছে না। শুধু আপনি আযাইরা পোস্ট করে আপনি আপনার পোস্ট বাড়াইতেছেন অর এক্টিভিটি বাড়াইতেছন। এগুলো করে কোন লাভ নেই এতে আপনার পোস্ট বাড়বে ঠিক কিন্তু কোন প্রমোশন হবে না এবং কি মডারেটরের কাছে ধরা পরলে আপনার আইডি ব্যানও হতে পারে আর প্রমোশন বাড়াতে হলে বিটকয়েন সম্পর্কে পোস্ট করতে হবে । আশা করি নেক্সট টাইমে কেউ হাই, হ্যালো, কেমন আছেন, কি করতেছেন এইসব আযাইরা পোস্ট করবে না। এবং আমি মনে করি সিনিয়ররা পারবে এই সমস্যার সমাধান করতে। আমি আমাদের বাঙালি থ্রেডের মডারেটর কাছে আবেদন করতেছি যে এর পরে যে বাঙালি থ্রেডে ইংরেজিতে লিখবে এবং আযাইরা পোস্ট করবে । তার বিরুদ্ধে এক্শন নেওয়া হোক।
আর আমি শুধু আপনাকে বলতেছি না যারা এই রকম পোস্ট করেছে বা করবে তাদের সবার উদ্যেশে বলতেছি।
আমাদের বাঙালি থ্রেডের মডারেটর বিটকয়েনড্রিম বারবার সতর্ক করে দিচ্ছে। তারপরও কেউ মানতেছে না।
সিনিয়রদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তারা যে কোন একটা ডিসিশন নিবে৷