Post
Topic
Board Other languages/locations
Re:কোন কয়েন কিনার উত্তম সময় এখন।
by
ahammedrobel
on 04/09/2019, 19:23:32 UTC

সুতরাং স্মার্ট হয়ে উঠুন এবং লোভনীয় অফারগুলি থেকে দূরে থাকুন, নিরাপদ থাকা এত সহজ - বিটকয়েনগুলি কিনুন, সেগুলি সঠিকভাবে সুরক্ষিত করুন এবং আপনার ভাগ্যের মালিক হন।

গত কয়েক দিন কোন পোস্ট করতে পারি নি সময়ের অভাবে কিন্তু সকল পোস্ট পড়েছি। এই থ্রেডে মডারেটর অ্যান্ড ডিটক ভাইয়ের পোস্ট অ্যান্ড পাল্টা দেখে খুব মর্মাহত হয়েছি। নিজেদের মধ্যে এটা কখনো কাম্য নয়। যাই হক আজকে আমি কোন কয়েন ট্রেডিং করবেন তা নিয়ে আমার কিছু ব্যাকতিগত ট্রিকস শেয়ার করবো।

আমরা অনেকেই আছি এখন বিটকয়েন এ ইনভেস্ট করতে আগ্রহী বা করে ফেলেছি। কিন্তু আমার মতে বর্তমান মার্কেটে অনুযায়ী, এখন বিটকয়েন এর বদলে ইথিরিয়াম কেনার সব থেকে ভল সময়। কারন হল বিটকয়েন এর তুলনায় ইথিরিয়াম এর দাম এখন খুবই খুবই কম। ২০১৮ সালের জানুয়ারি মাসে বিটকয়েন এর দাম ছিলো ১৫ হাজার প্লাস অ্যান্ড ইথিরিয়াম এর দাম ছিলো ১২০০ প্লাস (৯০ লাখ প্লাস সাতসি)। এখন মার্কেট ডাওন হওয়ার পর বিটকয়েন ১০ হাজার প্লাস রিকভার করেছে কিন্তু ইথিরিয়াম রিকভার করেনি বরং প্রাইছ আরো কমেছে, মাত্র 0.01672365 সাতসি বা (১৭৮ USD). ভেবে দেখেছেন মার্কেট যখন পিক করবে তখন আপনার কত প্রফিট হবে। আমার আনুমান আনুসারে ৬/৭ মাসের ভিতরে ইথিরিয়াম ৩ হাজার প্লাস USD প্রাইছ হতে পারে। ধরে নিলাম যদি ৩ হাজার প্লাস USD প্রাইছ নাও হয়, ১২০০ প্লাস হবে এটা নিশিত। আর ১২০০ প্লাস হলে আপনার প্রফিট হবে ৬০০% প্লাস  Shocked

সুতরাং আমি বলবো এখন যত পারেন ইথিরিয়াম কালেক্ট ( প্রাইছ যেহেতু কম) করেন আর নিরাপদে হল্ড করেন। ইথিরিয়াম আপানাকে অনেক ভালো ফিটবেক দিবে আশা করি।

নোটঃ এই পোস্টকে কেউ ফাইন্সসিয়াল এডভাইজিং হিসাবে নিবেন না।