Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoamin26
on 09/09/2019, 13:58:21 UTC
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍



আমিও এই বিষয় টা জানতে চায়
হ্যাঁ নতুন যারা এই ফরামে আসে বা আসতেছে তাদের নিয়ে কিছু কথা আছে যেগুলা  মানলে এই ফোমার এর জন্য এবং সবার জন্য নিচে তা দেয়া হলোঃঃ

★সর্বপ্রথম যে কাজ গুলো করতে হবে তা হলো থ্রেডে সব ধরনের স্পাম কাজ থেকে দূরে থাকতে হবে।।
★থ্রেডে এসে হাই, হ্যালো, কেমন আছেন,  আমি বাংলাদেশি, আপনার বাড়ি কোথায়, এই দরনের যত কথা আছে সে গুলা থেকে বিরত থাকতে হবে।।
★আপনি যদি কোনো বিষয়ে না বোঝেন তা হলে সেটা সবার সাথে পরামর্শ করে সমাধান করতে পারেন।।
★আমাদের এই থ্রেডে অনেক বড় মেম্বার আছে যেমন sr, hero, full, legendary so কোনো সমস্যা হলে তাদের সাথে নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।।
★এই থ্রেডে মডারেটর শুধু BitcoinDream ভাই সে ছাড়া তেমন কেও নেই। আগে এই থ্রেডে অনেক স্পাম হতো কিন্তু তার কিছু উদ্দেগের কারণে এখন স্পামিং কম হয়।।
★যদি নিওভাই রা এসে নানা ধরেনের স্পামিং শুরু করে তা হলে তার পক্ষে এটা সমাধান করতে অনেক সমস্যা হবে  
★ তাই যারা নতুন কিছু বোজেন না তারা আগে থ্রেডের পোস্ট গুলা ভালো করে পরেন তা হলে আপনার একটু হলেও বিটকয়েন  সম্পর্কে ধারনা হবে। কেনো বিটকয়েন ফোরাম তৈরি করা হয়েছে।।
★আশা করি যারা এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন তারা বুজতে পারছেন।।।আর লাস্ট বারের মতো বলি যারা নতুন আসছেন দয়া করে আজে বাজে পেছাল,  আবল তাবল কথা, যে গুলা কারো উপকারে আসবে না সে গুলা পোস্ট কইরেন না। যে পোস্ট গুলা অন্যের কাজে আসবে সেই পোস্ট গুলা করেন যাতে আপনার পোস্ট দেখে অন্যেরা শিখতে পারে।।

আর নিজে আইন গুলা মানুন অন্যকে মানতে সাহায্য করুন
ধন্যবাদ আমার কোনো ভুল হলে আমায় মাফ করবেন