Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
juwelr898
on 01/10/2019, 08:48:18 UTC
⭐ Merited by Murat (2)
আমি নতুন আমাকে কেউ বলবেন যে বাউন্টি করতে কি কি লাগে।
বাউন্টি করতে কিছু Social ID  লাগে যেমন Facebook,Twitter,Telegram,Instagram, আরো কিছু ক্যাম্পেইন করা লাগে।  আর এই বাউন্টি করার জন্য আগে দক্ষ হতে হয়। তুমি মনে হচ্ছে নতুন।  তুমি আগে সব কিছু দেখো জানো কেমনে কি করতে হয়।  তারপর না হয় বাউন্টি কইরো। আর তা ছাড়া তুমার  Activity বাড়াউ পোস্ট এর মান বাড়াউ, যত বেশি ভালো মানের পোস্ট করবা তত একটিভিটি বারবে আর সিনিয়দের ভালো লাগলে তুমায় সম্মান হিসাবে মেরিট অহ দিতে পারে।
So স্পাম পোস্ট না করে কাজের পোস্ট করো।
[/color]ধন্যবাদ