Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Mashfiqun
on 17/11/2019, 18:45:56 UTC
⭐ Merited by Little Mouse (1)
অনেক ভালো ভালো ক্যাম্পিং আছে যেগুলো আমরা জয়েন হতে পারি না। আমাদের অ্যাক্সিস দেওয়া থাকে না  জয়েন হওয়ার জন্য। জুনিয়র মেম্বার থেকে দেওয়া থাকে অ্যাক্সিস।আর এই ফোরাম এ কিছু সংখ্যক জালিয়াতি লোক আছে তাদের ক্যাম্পিং এ আমাদের মত ছোট ছোট আইডি গুলা সে জালিয়াতের হাতে পড়ে।আমরা দুই মাস চার মাস ক্যাম্পেইনে অংশ নিয়ে পরে খালি হাতে ফিরে আসতে হয়। সাথে আমাদের আইডি গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  তাই সিনিয়র ভাইদের কাছে কিছু পরামর্শ চাচ্ছি।
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?

আমি নিজে কখনো ভাবিনি আমি ১টা হলেও মেরিট পাবো। বাট এখন আমার ৩টা। আর আমি সে পরিমাণ একটিভও না আসলে। পেয়ে গেছি মোটামুটি মানের কন্টেন্ট পোস্ট করে। আপনি যদি কোনোভাবে ফোরামে কনট্রিবিউট করতে পারেন অথবা সাহায্য করতে পারেন, আশা করি দ্রুত মেরিট পেয়ে যাবেন এবং জুনিয়র মেম্বার হতে পারবেন।
শুভ কামনা।