Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Malam90
on 26/11/2019, 14:46:32 UTC
Amr ETH address AI niya 2 ta address 2 bar hack hoyse ,142$ ajk hack hoyse 😭,khob koster income ,Karo ki amon hoyse kokhono,ETH address hack howa theke atkate hole koroniyo ki ,sobar Mota mot asa korsi.
আমার এক বড় ভাই এর $4000 ETH হ্যাক হয়েছিল তারপর উনি অনলাইন ওয়ালেট এর ঝুকি না নিয়ে হার্ডওয়্যার ওয়ালেট আপনিও চাইলে নিতে পারেন Ledger Nano S. আর না কিনতে চাইলে Myetherwallet এ Keystore file এর মাদ্ধমে অ্যাকাউন্ট খুলেন আর Keystore file টা আলাদা কোন পেন্ড্রাইব এ নিয়া রাখেন তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেনা।

আমি গত ৪ বছরে মাইইথারওয়ালেট ব্যবহার করছি। কোনদিন হ্যাকের শিকার হয়নি। প্রথম যখন নতুন ছিলাম তখন প্রাইভেট কী ও পাসওয়ার্ড ব্যবহার করতাম। পরে কীস্টোর ফাইল ব্যবহার করতাম। এখন মেটামাস্ক ব্যবহার করি এবং মেটামাস্কের মাধ্যমে মাইইথারওয়ালেটগুলোকে কানেক্ট করে ব্যবহার করি। মেটামাস্কই বেস্ট। তাই যারা মেটামাস্ক ব্যবহার করবেন অথবা মাইইথারওয়ালেটকে মেটামাস্কের সাথে কানেক্ট করে ব্যবহার করবেন তারা মূলত নিরাপদ থাকার সম্ভাবনাই ৯৯% বেশি।