Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
sykt62
on 27/11/2019, 19:09:44 UTC
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।

বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।

ভাই আমি ট্রেড বলতে বিটিসী বেচা কিনার কথা বুঝাইছিলাম...আমার প্রায়অই বিটিসি কিনা লাগে...বিডিই তে বিটিসির যে দাম কিনে পুষায় না...ওই ফোরামে কিছু বাই সেল করসিলাম

আপনি দেশের মধ্যে কেনাবেচা করতে চাইলে এই thread এই করতে পারেন। বিদেশে করতে চাইলে Currency exchange section টি ব্যবহার করুন। Escrow ব্যবহার আবশ্যক।

ধন্যবাদ...escrow হিসেবে কাজ এই ফোরামের বিভিন্ন ইউজার করে থাকে...কিন্ত এই escrow এর কাছ টা কিভাবে সম্পন্ন করা যায়...মানে এক জন বড় লেজেন্ডারিকে মেসেজ করা,তাকে escrow এর জন্য রাজি করানো,ফি দেওয়া...মনে হয় অনেক সময় লাগার কথা...
খুব সহজে কারা কারা escrow সেবাটা দিয়ে থাকে...জানেন...?