আমাগো thread creator ও তো লিস্টে আছেন দেখতাসি।
হুম।দেখেছি কিন্তু যেহেতু উনার এসক্রো সার্ভিস আগে কেউ ব্যবহার করে নাই এবং আমিও ব্যবহার করি নাই, আমি কিভাবে উনাকে অন্যদের সাজেস্ট করব। তাছাড়া এসক্রোতে এক্টিভ থাকা লাগে, উনি বেশি এক্টিভ না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে।