Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Malam90
on 04/12/2019, 15:30:09 UTC
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
শেয়ার মার্কেট বলুন আর ক্রিপ্টো মার্কেট বলুন দুটিই প্রায় কাছাকাছি। আপনি খেয়াল করলে দেখবেন যে- কোন কয়েনের দাম কিন্তু স্টাবল না ( ইউএসডিটি ছাড়া)। আমরা বিটিসির দাম যেমন বাড়তে দেখেছি ২০ কে পর্যন্ত তেমনি আবার কমে ৩.৫কে তে নেমে পুনরায় ১৩ কে তে যেতেও দেখেছি। সুতারং পাম্প ও ডাম্প একটা স্বাভাবিক প্রসেস ক্রিপ্টো মার্কেটের। দাম কমে গেছে তবে আবার যদি আপনি কিছুদিন বিটিসি হোল্ড করেন তাহলে বাড়ার সম্ভাবনাও আছে। আমি মনে করি যাদের বিটিসি কেনা আছে তাদের হোল্ড করা উচিৎ। এই একটি কয়েনেরই উপর নির্ভর করছে আগামী দিনের ক্রিপ্টোর ভবিষ্যৎ।