শেয়ার বাজার কে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে হয়ত, কিন্তু ক্রিপ্টো বাজার কে নয়। হাল্ভিং, প্রাতিষ্ঠানিক সংযোজন, জনপ্রিয়তা এত সব ভাল খবরের পরেও দামের নিম্ন গতি নিয়া সবাই আতঙ্কিত। দৈনন্দিন মূল্য হ্রাস ব্রিদ্ধির পার্থক্য এতটাই যে কখন কিনতে হবে, কখন বেচতে হবে টা বুঝা দুষ্কর। এমতবস্থায়, যাবতীয় কেনা থেকে বিরত থাকা ভাল। দাম আরও কমতে পারে। আমার নিজস্ব কথা এইগুলো। দয়া করে কোন উপদেশ হিসেবে নিবেন না। অনেক ওঠা নামা দেখেছি। ক্রিপ্টো কখনও সংবাদ এর সাথে দামের সম্পর্ক রক্ষা করে না । বছরের শেষে সবাই হয়ত উচ্চ মূল্য আশা করেছিল। যারা রীতিমত লাভে আছেন, বিক্রি করে , দাম কম্লে পুনরায় কিনতে পারেন। তাহলে হয়ত সল্প লাভ হলেও ক্ষতির শঙ্কা নাই। আপনাদের ইচ্ছা। আমি কখনই দীর্ঘকাল অপেক্ষার পক্ষে না