Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pragna
on 06/12/2019, 14:07:22 UTC
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
ভাই  দিনে ডাম্পিং হলেও  ২০২০ সালের  BTCপ্রাইজ বাড়বে। ধৈর্য হারাবেন না।


ভাই আপনি কিভাবে বুঝলেন ২০২০ সালে বিটিসি প্রাইজ বাড়বে? আপনার কাছে কোন তথ্য প্রমান থাকলে দয়া করে উপস্থাপন করবেন। বিটিসি প্রাইজ যথন ১৬ হাজার তখন থেকে ফোরামে কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোন ভবিষ্যৎ বানী কাজ করতে দেখলাম না। অনেকে বড় বড় লোকেরা ভবিষ্যৎ বানী দেখেছি ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি আর সামনেও হবে কিনা সন্দেহ। আসলে ক্রিপ্টো মার্কেটে আগামী কাজ কি হবে তা বলা মুশকিল।

ধন্যবাদ