যারা নিউবি বা জুনিয়র মেম্বার, তারা বাউন্টি বা সিগনেচার ক্যাম্পেইন এর চিন্তা না করে নিজের আইডি বিল্ড আপ করার চেষ্টা করুন। আপনি যদি ফোরামে ভালো পরিমাণ কন্ট্রিবিউট করতে পারেন তাহলে ফোরাম আপনাকে সাইড ইনকাম করারও সুযোগ দেবে অটোম্যাটিকালি। মানসম্পন্ন পোস্ট ও রিপ্লাই করার মাধ্যমে আপনি ফোরামের জন্য একজন ভালো মেম্বার হতে পারবেন। নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে গেলে এবং বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজেদের জ্ঞান বাড়ানোর মাধ্যমে আপনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন। একইসাথে ICO বেসড বাউন্টিগুলোতে অংশ নিলে দেখে শুনে অংশ নেবেন। কেননা এগুলোর কারণে স্প্যাম পোস্টের সংখ্যা যেমন বেড়ে যায়, তেমনি আইডির কোয়ালিটিও কমতে থাকে। সেই সাথে পেমেন্টের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাউন্টিতে প্রাপ্ত কয়েন যদি মার্কেটে না আসে বা আসলেও দাম অত্যন্ত কম থাকে, তবে আপনারই লস। এই ফোরামে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাই দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্বও আপনার। যদি সবাই মিলে ভালো কনটেন্ট বানাতে পারি, তাহলে হয়ত আমরা নিজস্ব লোকাল বোর্ডও পেয়ে যেতে পারি।
আমি নিজেও একসময় বাউন্টির জন্য এখানে আসতাম। তবে পরে ভুল বুঝতে পেরে ফোরামের একজন মেম্বার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। সকলের দোয়াপ্রার্থী।
