ভালো কথা বলেছেন, নতুনদের এই কথাগুলো মেনেচলা উচিত বলে আমি মনে করি। তবে ফোরাম আপনাকে সাইড ইনকাম করারও সুযোগ দেবে অটোম্যাটিকালি কি বুঝাতে চেয়েছেন তা বুঝলাম না। ফোরামটা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখার উৎকৃষ্ঠ জায়গা আর সেখানকার একটা অংশ হলো বাউন্টি যেখানে কাজ করলে আপনি ইনকাম করার সম্ভাবনা আছে কিন্তু অটোম্যাটিক্যালিতো আসবেনা।
ধন্যবাদ
অটোম্যাটিকালিই কিন্তু। কেননা যখন আপনি সব রুলস মেনে মানসম্মত পোস্ট করবেন এবং কোনো সিগনেচার ক্যাম্পেইনের আওতায় থাকবেন, আপনার ওই পোস্টগুলোর বিনিময়ে আপনি টাকা পাবেন। এর মানে কী? আপনি নিজেকে উন্নত করতে স্টাডি করছেন এবং ফোরামে নিজের মতো কন্ট্রিবিউট করছেন, এবং টাকা অটোম্যাটিকালিই আসছে প্রতিটি ভালো পোস্টের বিনিময়ে।