Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Malam90
on 22/12/2019, 04:02:49 UTC
একটি fork claim করতে গিয়ে এই site টি সম্পর্কে জানতে পারলাম। Facebook, Twitter, Telegram ইত্যাদি ID ব্যবহার করে নিত্যনতুন altcoin airdrop claim করা যায়। পরে ঐসব altcoin কে bitcoin এ convert করে নিতে পারেন। মোটামুটি তথ্যবহুল site মনে হলো। তাই আপনাদের সাথে share করছি। ব্যবহার করে কেমন লাগলো জানাবেন।

https://airdrops.io

হা, আমিও সাইটাতে ভিজিট করেছি। ভালো তথ্যবহুল। অনেক এয়ারড্রপ আছে। কয়েকটি এয়ারড্রপে জয়েন করেছি। আমিও আমার ব্যক্তিগত ব্লগে আগে ক্রিপ্টো নিয়ে কাজ করতাম। ব্লগ বাউন্টি করতাম, এয়ারড্রপ নিয়ে তথ্য দিয়ে পোস্ট লিখতাম। পরে ক্রিপ্টো সম্পর্কে পোস্ট ডিলিট করে দিয়েছি কারণ বাংলাদেশে বৈধ নয়। এছাড়া ব্লগের তথ্য ট্রেস করে আমাকে যে কোন সময়ে আইনের আওতায় আনতে পারে। তাই আপাতত ক্রিপ্টোনিয়ে ব্লগিং বাদ রাখছি।