Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Malam90
on 25/12/2019, 10:57:56 UTC
⭐ Merited by DTalk (1)

বাংলাই কথা বলা না আমাদের দেশের অ্যাকটা section থাকা লাগবে আর কেউ bitcoin কিনতে চান ? জেলা খুলনা ?
বিটকয়েন তো বাংলাদেশে বৈধ নয়।যদিও সরকার এখনও এটার বিরুদ্দে কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।তবে বংলাদেশের যে কোন প্রান্ত থেকে লেনদেন করবেন খুবই সাবধানতা অবলম্বন করে।কারন বর্তমানে পুলিশ বাহিনি দের গ্রেফতার করতে কোন আইন লাগে না।তাছাড়া এটার লেনদেন এ অনেকেই টাকা মার খেয়েছে।

BD government step ney nai kotha ta thik na. Jodio kichu bank ebong aro kichu protishthan crypto ebong block chain nie onek gulo workshop koreche. Bortoman poristhitite apni legally kono deal korte parben na. kau apnar taka mere dileo apnar chup thakte hosse karon btc trading legal na. apnader obogotir jonno nimner link ta share korlam.
https://www.thedailystar.net/law-our-rights/law-analysis/bitcoin-legality-in-bangladesh-bank-1602583

 Crypto concept notun noy kintu blockchain concept shadharon jonogoner jonno noy. Tai onek educated manush keo bujhano jabena ashole beparta ki. Manush vabe btc/crypto manei oporadh jogoter lenden. Sad but true

বাংলাদেশ সরকার গত কয়েক বছর ধরে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির উপরে খড়গহস্ত। যদি সুযোগ থাকতো তাহলে গলা টিপে মেরে ফেলতো এমন অবস্থা। বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে- বিটকয়েন, ইথারিয়াম সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ। তারা মনে করছে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধ লেনদেন তথা মানি লন্ডারিং হচ্ছে এবং হবে। কথাটা আংশিক সত্য। ক্রিপ্টো দিয়ে কত হাজার কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে যে সরকার এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছে। অথচ কত রাজনীতিবীদ, ব্যবসায়ী সুইস ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তার ইয়াত্তা নেই। ব্লকচেইন প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে কিছু ব্যাংক এবং কোম্পানি বাংলাদেশে কাজ শুরু করেছে তবে ব্লকচেইন প্রযুক্তি আর ক্রিপ্টোকারেন্সির বৈধতা এক জিনিস নয়। যেহেতু ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিসেন্ট্রালাইজড, তাই আপাতত বাংলাদেশ সরকার এটাকে বৈধতা দেওয়ার কোন কারণ দেখছিনা। সমস্যা হচ্ছে আমরা যারা ফ্রিল্যাঞ্চিং করে দুটা টাকা কামাবো সেটাকে দেশে আনার বৈধ কোন পন্থা নেই। সরকার যদি রেজিস্টার্ড করে কিছু ফি নিয়ে আমাদের টাকা দেশে বৈধ পথে আনার ব্যবস্থা করে দিত তাহলে আমরাও শান্তিতে কাজ করতে পারতাম। দেখা যাক সেদিন কবে আসবে আর আদৌ আসবে কিনা ভবিষ্যত বলে দিবে।