বাংলাই কথা বলা না আমাদের দেশের অ্যাকটা section থাকা লাগবে আর কেউ bitcoin কিনতে চান ? জেলা খুলনা ?
বিটকয়েন তো বাংলাদেশে বৈধ নয়।যদিও সরকার এখনও এটার বিরুদ্দে কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।তবে বংলাদেশের যে কোন প্রান্ত থেকে লেনদেন করবেন খুবই সাবধানতা অবলম্বন করে।কারন বর্তমানে পুলিশ বাহিনি দের গ্রেফতার করতে কোন আইন লাগে না।তাছাড়া এটার লেনদেন এ অনেকেই টাকা মার খেয়েছে।
ভাই আপনি আংশিক ঠিক বলেছেন। বিটকয়েন বাংলাদেশে বৈধ নয়, এই কথা টা ঠিক। সরকার বিটকয়েন বাংলাদেশে অবৈধ ঘোষণার পাশাপাশি এর লেনদেনকারীদের বিরুদ্ধে শাস্তির বিধন রেখে ইতোমধ্য সার্কুলার জারী করেছেন। এই সার্কুলার অনুযায়ী পুলিশ এর মধ্য কয়েকজন বিটকয়েন লেনদেনকরীকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে। তবে আমি আশাকরি সরকার নিকট ভবিষ্যতে বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দিবে। ধন্যবাদ