Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
ranakhan60
on 08/02/2020, 02:55:49 UTC
আমরা প্রতিনিয়ত বিটকয়েনটক ফোরাম এ নিষেধাজ্ঞা পরসি। যার  কারণ হচ্ছে আমরা এখানে এক বিষয়ের উপর রিপ্লাই করি। আর এই এক বিষয়ের উপর রিপ্লাই করার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো খুব সহজেই নিষেধাজ্ঞায় পরে।  আমাদের এই নিষেধাজ্ঞা হওয়া থেকে দূরে থাকার জন্য প্রতিনিয়ত বিভিন্ন  ক্যাটাগরির নিচে আমাদের কমেন্ট করা বা রিপ্লাই করা উচিত।তহলেই আমাদের বিটকয়েনটক আইডি গুলো টিক থাকবে।
ভাই আপনি ভালো একটা কথা বলেছেন স্বাভাবিকভাবেই বর্তমানে বিটকয়েন্টক একাউন্ট অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি যে কথাটা বলেছেন অনেক বিষয়ের ওপর রিপ্লাই করা তো এটা আমার আসলে জানা ছিলনা তো এটা আপনি বলে অনেক উপকার করেছেন আমার এবং এই পোস্টটি যারা দেখবে তাদের উপকার করেছেন অনেক ভাল লেগেছে আপনার পোস্টটি। আমি এখনও অনেকের পোস্টে ভালো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ।