আজ পর্যন্ত এক খান মেরিট পাইলাম না। আছি তো কয়েক বছর হল। আর তাই জুনিয়র মেম্বার ও হতে পারলাম না। আফসোস।
ভাই আফসোস করবেন না। মেরিট পাওয়ার জন্য আপনাকে ফোরামে অনেক সময় দিতে হবে। ফোরাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। কি ধরনের পোস্ট করলে মেরিট পাওয়া যায় তা আগে জানতে হবে। আমার মনে হয় আপনি যদি নিচের পোস্টটি খেয়াল করেন তাহলে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
https://bitcointalk.org/index.php?topic=631891.msg54146665#msg54146665