Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Bazlur
on 15/04/2020, 08:25:19 UTC
                                      <>         

আমি মনে করি এটি খুব ভাল উদ্যোগ। আমাদের উচিত মানবতার সেবায় এগিয়ে আসা। শুধু পাকিস্তানে নয় আমাদের দেশেও অনেক শ্রমজীবি মানুষ চরম খাদ্যাভাবে দিন কাটাচ্ছে। কয়েকদিন আগে খবরে দেখলাম সাধারন মানুষ সরকারি ট্রাক থামিয়ে ত্রান লুট করে নিচ্ছে এটি তারই প্রমাণ। আমাদের দেশের সিনিয়র ভাইয়েরা চাইলে এধরনের উদ্যোগ নিতে পারেন। অথবা কেউ চাইলে irfan_pak10 কে সাহায্য করতেন পারেন।