<snip>
ভাই , আপনি ভালো কথা বলেছেন। যদি আপনার মতো উচ্চ মেম্বারশিপের এক্টিভ ব্যবহারকারীরা (অনেক উচ্চ মেম্বারশিপের ব্যবহারকারীরা ফোরামে এখনো এক্টিভ নেই , এরা মনে হয় ঘুমায় আছে। বিটকয়েনের মূল্য বাড়লে হয়তো এদের ঘুম ভাঙ্গেবে

) এই উদ্যোগটি শুরু করেন , তাহলে আমরা সকলেই আমাদের জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করব।