Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
bitcoinbangladesh.org
on 16/04/2020, 10:53:25 UTC
⭐ Merited by Little Mouse (1)
আরো প্রায় ০.০০৮ এর মত লাগবে বর্তমান দাম অনুযায়ী।

বিটকয়েন বাংলাদেশ - বাংলা ভাষাভাষীর বিটকয়েন ফোরাম এর পক্ষ থেকে ০.০০৮ - tx ফি দেয়া হবে।  আমি এই পোস্টটি আপডেট করবো আজ রাতের ভিতরেই। 
ভালো একটি উদ্যোগ নিয়েছেন।  পারলে bitcoinbangladesh.org এর একটু প্রচার করবেন।  এই মুহূর্তে ক্যাশলেস কারেন্সী খুবই নিরাপদ।

ধন্যবাদ,

(এডমিন)
বিটকয়েন বাংলাদেশ


০.০০৭৯৯৮১০ বিটকয়েন ডোনেশন দেয়া হলো :  b131405c08b83cca15c5426ccae1fe0766f3b9fa24ccbd7ec188f84186488bdc
আশা করি এই ছোট্ট ডোনেশনটা অন্যদের উৎসাহিত করবে সাহায্য দিতে এগিয়ে আসার জন্য।

ধন্যবাদ।