Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 17/04/2020, 02:36:37 UTC

মতামত চাইছি সবার

আমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ সবাইকে উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে তাদের মতামত দেয়ার জন্য। আমি টেলিগ্রামে কয়েকজন এর সাথে কথা বলেছি এবং ভালো সাড়া পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ।
আমি প্রথমে ১০ দিনের খাদ্যের কথা বলেছিলাম কিন্তু সেটাতে দেখা যাচ্ছে আমাদের ২০ হাজার টাকার মত লাগবে। কিন্তু আমার বর্তমান লক্ষ্য হল আপাতত ১০০০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য ৫০০ টাকা বাজেট।

এখন পর্যন্ত আমি যে ফান্ড পেয়েছি-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি

মোট- ০.০০৯১৮৩৩৪

আরো প্রায় ০.০০৮ এর মত লাগবে বর্তমান দাম অনুযায়ী।

যা যা দেয়ার পরিকল্পনা আছে-
চাল- ৬ কেজি
মসুর ডাল- ১/২ কেজি
আলু- ২ কেজি
তেল- ১/২ লিটার
চিনি- ১/২ কেজি
পেয়াজ- ১ কেজি
লাইফবয় সাবান- ১ টি

৫০০ টাকার মধ্যে এইটাই বেস্ট আমার দৃষ্টিতে। আপনাদের মতামত দেবেন অবশ্যই।

বিটিসি এড্রেস- 33cZvuGasQxCpdqnoyo8jbUYCVqJy8RhZA

সম্পুর্ন ফান্ড হলে আমি সবকিছুর ছবি সহ এইখানে পোস্ট করব। আশা করছি সবাই অংশগ্রহণ করবেন।

এখন পর্যন্ত আমাদের মোট ফান্ড হল- ০.০১৭১৮৪২৪ বিটিসি
যারা দিয়েছেন-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি
bitcoinbangladesh.org- ০.০০৭৯৯৮১০ বিটিসি
ZaraCB- ১০০০ টাকা সমপরিমাণ ইটিএইচ দেবেন বলেছেন।
এড্রেস- 0x4ffe116437a639F51eD293aDc184a919165dAe05

আমাদের টাকা বেশি হলে আমরা ২০ পরিবারের বেশি দিয়ে দেব। আমি এখন বিটিসি সেল করব। বিডিটি যা হয় সেটা এইখানে আপডেট দেব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।