Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Sharma8080
on 19/04/2020, 14:04:36 UTC
⭐ Merited by TEAM360 (1)
সোশ্যাল বাউন্টি ক্যাম্পেন গুলোর মধ্যে কোন ক্যাম্পেইনগুলো লাভজনক এবং টুইটারে ফলোয়ার বাড়ানোর কোন উপায় আছে কি?

আপনি জানতে চেয়েছেন সোশ্যাল বাউন্টি  ক্যাম্পেইন গুলোর মধ্যে কোন ক্যাম্পেইন গুলো খুব বেশি প্রফিট বা লাভ দায়ক হয়ে থাকে।

আসলেই এই প্রফিট গুলো  নির্ভর করে,  আপনার কতজন ফলোয়ার বা বন্ধুগণ আছে তার উপর। উদাহরণস্বরূপ বলা যায় আপনি যখন কোন বাউন্টিতে জয়েন করেন তখন অবশ্যই আপনি রুলস গুলো পড়ে থাকেন । আর এসব নির্দেশাবলীর মধ্যে বলা থাকে যে,  আপনার 200 - 500 জন ফলোয়ার হলে 1 stakes, 500 -1000 ফলোয়ার হলে 2 stakes. তাহলে বোঝা যায়, আপনার ফলোয়ার বা বন্ধুদের উপর এটা বেশিরভাগ নির্ভর করে। তবে হ্যাঁ, সোশ্যাল ক্যাম্পেন গুলোর মধ্যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ও রেডিট ক্যাম্পেন গুলো  বেশি প্রফিট দিয়ে থাকে।  যেহেতু এসব ক্যাম্পেইনে খুব কম সংখ্যক লোক জয়েন করে সেহেতু এসব ক্যাম্পেইন থেকে বেশি প্রফিট আয় করা যায়।

এখন আপনার দ্বিতীয় প্রশ্নে আসা যাক, খুব সুন্দর একটা প্রশ্ন কিভাবে টুইটারের ফলোয়ার বাড়ানো যায়। খুব সহজে চাইলে আমরা টুইটারে ফলোয়ার বাড়াতে পারি। এজন্য অবশ্যই আমাদেরকে টুইটারের গিয়ে আমাদের সার্চ বক্সে লিখতে হবে Follow Help এবং আমরা যখন Follow help লিখে সার্চ দিব তখন আমরা এরকম কিছু আইডি পেয়ে থাকবো।  এইসব আইডি গুলো আমরা ফলো করবো ফলো করার পর, এইসব আইডি থেকে " Follow all who like and Retweet This " কিছুক্ষণ পর পর এরকম পোস্ট করা হয়।  এরকম পোস্ট গুলোতে আমরা লাইক এবং রিটুইট করলে দেখবেন ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া যারা এসব পোস্টে লাইক এবং রিটুইট করে তাদেরকেও ফলো করতে পারেন, তাদেরকে ফলো করলে তারাও আপনাকে ফলো ব্যাক দিবে। এভাবে চাইলে খুব সহজে আমরা টুইটারে ফলোয়ার বাড়িয়ে নিতে পারি।