১। আপনার Alt একাউন্টের মধ্যে মেরিট শেয়ার করলে।
২। একই বাউন্টিতে মাল্টিপল আইডি দিয়ে জয়েন হলে।
প্রথমেই আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলের কাছে তুলে ধরার জন্য। আমার সকল বাংলাদেশিদের কাছে একটিমাত্র প্রশ্ন, “ কী লাভ একের অধিক একাউন্ট দিয়ে কাজ করে ? শুধুমাত্র কিছুসময়ের জন্য লাভবান হচ্ছেন । কিন্তু কেনই বা ২-৩ টা একাউন্ট দিয়ে কাজ করতে লাগে । শেষ পর্যন্ত তো আপনাদের একাউন্টগুলো ব্যান হওয়া থেকে তো রেহাই পাবে না।” অনেক সময় নুতুন ইউজার বা বাউন্টি হান্টাররা আমাকে প্রশ্ন করে যে, আমি কয়টি একাউন্ট দিয়ে বাউন্টিতে কাজ করি?” প্রশ্ন শুনেই আমি অবাক হয়ে যাই , মাঝে মাঝে তো থ হয়ে যাই । কেনই বা আমি একের অধিক একাউন্ট ব্যবহার করব আর কিছু লাভের আশায় আমার পরকালের জীবনকে কেন প্রশ্নের সম্মুখিন করব। সকলের উদ্দেশ্য শুধু একটুকুই বলব যে, একটিমাত্র একাউন্ট ব্যবহার করুন, এতে সকলেই নিজ নিজ হকের রিওয়ার্ড বা লাভ পাবেন । অযথা একের অধিক একাউন্ট ব্যবহার করে তো শেষ পর্যন্ত একাউন্ট সব ব্যান হবে। কারণ “
চোরের দশদিন ,গেরস্তের একদিনই যথেষ্ট।
বি:দ্র: এই পোষ্টটি পড়ার পর হয়তো অনেকে হয়তো ভাববে যে, আমি কাউকে নির্দিষ্ট করে ব্যক্তিগত আক্রমণ করতেছি। কিন্তু তাদের জন্য এটাই বলব যে, এটি কোনোভাবেই কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য নয়। এরপর হয়তো অনেকে আমাকে অপবাদ দেয়ার চেষ্টা করবে । তাই একটি বিষয় সকলের অবগতির জন্য বলব যে, আমার একটি মাত্র একাউন্ট সেটি হলো @Review Master এবং আমার প্রোফাইলে দেয়া Ethereum এড্রেস ছাড়া অন্য কোনো এড্রেস ব্যবহার করি না। যদি কেউ এমন পেয়ে থাকেন , তাহলে ধরে নিবেন আমাকে অপবাদ দেয়ার চেষ্টা করতেছে। আর যদি বাউন্ট ম্যানেজার দ্বারা কোনো বাউন্টিতে নিজস্ব Ethereum এড্রেস চায় ,সেইক্ষেত্রে অন্য এড্রেস হবে। যেমন: Hacken ai বাউন্টিতে vetchain এড্রেস চেয়েছে , যা Ethereum এড্রেসের মতো এবং Ethereum এর Fork হতে পারে। এছাড়াও Tokoin বাউন্টিতে তারা পরবর্তী সময়ে তাদের নিজস্ব ওয়ালেট অ্যাপ থেকে এড্রেস নিয়েছে।