Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
invincible49
on 20/04/2020, 13:41:52 UTC
⭐ Merited by Review Master (1)
ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।

অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা জানানোর জন্য। কিন্তু আপনি নিজে যে ব্যান অমান্য করে বিভিন্ন চাতুরীর মাধ্যমে এখাধিক একাউন্ট ব্যবহার করছেন তার জন্য কি বলবেন?

রেফারেন্সঃ


 অন্যদেরকে অনুপ্রেরণা দেয়া সত্যি মহৎ কাজ কিন্তু দয়া করে সবাই যদি একটু সততা নিয়ে এই কমিউনিটিতে অন্যকে সাহায্য করি তাইলে আমাদের দেশের অন্যরা কাকাতুয়ার মত বিশাল চোর-বাটপার হবার অনুপ্রেরণা পাবে না।