আমি বুঝি না এতগুলো বছর হল ক্রিপ্ট চালু হয়েছে কিন্তু বাংলাদেশী মানুষ এখনো এ নিয়ে তেমন একটা ধারনা রাখে না যেখানে সারা বিশ্ব এ নিয়ে অবগত!! আর বাংলাদেশে একজনো এর বৈধতা প্রদান করা হয় নাই যার কারনে আমাদের প্রতিনিয়ত চোর বাটপার এর কাছে ধোকা খেতে হচ্ছে অথচ আজ যদি এর বৈধতা থাকত এটা কত মানুষ এর একটি ইনকাম এর সুযোগ করে দিত!! এছারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত এর বৈধতা আছে!! এমন কোন দেশ নেই যেখানে ক্রিপ্ট এর ব্যবহার নাই!!