Post
Topic
Board Other languages/locations
Re: ট্রেডিংয়ে নামার আগে নিয়মকানুন শেখাটাই বে
by
sydur65
on 22/05/2020, 00:13:18 UTC
ট্রেড করে প্রফিট করার চাইতে
কিভাবে মার্কেট  এ সব সময় ঠিকে থাকা যায় সেই নিয়ম কানুন গুলা শিখুন।
যদি হোল্ড এ পড়ে যান যদি লস এ চলে যায় আপনার ডলার তাহলে আর সেখান থেকে উদ্ধার হউয়া কঠিন হয়ে যাবে।
একটা কথা মাথায় রাখবেন
ট্রেডিং হল বিজনেস
এটা কোন চাকরি না যে প্রতিদিন আপনাকে হাজিরা খাতায় আপনার উপস্থিতি প্রমান করা লাগবে
এটা এমন একটা বিজনেস যে ইচ্ছা করলে আপনি দুকান খুলবেন না হলে দরজা বন্ধ করে ঘুমাবেন।
যখন দেখবেন মার্কেট ভাল আপট্রেন্ড এ সব কিছু পজেটিব তখন ওপেন করবেন আপনার সেই আলাদিনের চেরাগ মানে আপনার একাউন্ট

দুই একটা ট্রেড নিবেন ব্যস।
অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকুন
অনেকে মনে করেন অতিরিক্ত ট্রেড এ অতিরিক্ত প্রফিট। এটা ভুল।

নিজেকে কন্ট্রোল এ রাখবেন।
কথায় আছে এক মাঘে শিত যায় না
মাঘ মাস আবার ফিরে আসবে
বছর ঘুরিয়ে
মার্কেট এর সব থেকে বড় যে স্ট্রাজেটি সেটা হল রিভারসেল স্ট্রাটেজি।
কোন কিছু আপ হচ্ছে আপনি ধরতে পারেন নাই তাই বলে মন খারাপ করবেন না
আপ হচ্ছে হতে দিন
নিচে যখন নামবে তখন তাকে গলা টিপে ধরবেন 😂

হতাশ হবেন না
আর বিশেস করে আগুনে হাত দিবেন না
মানে মার্কেট যখন অতিরিক্ত গরম থাকবে তখন হয়ত প্রথম দুই একটা ট্রেড এ অল্প একটু প্রফিট হবে
কিন্তু অল্প প্রফিট দিয়ে মার্কেট আপনার সব ব্যালেন্স হোল্ড এ ফেলে দিবে
আর আপনি হোল্ডের চিপায় পেনিক হয়ে লস দিয়ে বেরিয়ে পড়বেন
পরের দিন দেখবেন মার্কেট তো আকাশে উড়তেছে
আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন 🙈

ভালভাবে মার্কেট বুজে সব দিক খেয়াল করে তারপর ট্রেড নিন
লস হবে না।
ধন্যবাদ

Right