সত্যি বলতে বিটকয়েন ইনকামের নির্দিষ্ট কোনো পন্থা আপাতত নেই | তবে আপনি ফ্রীতে ইনকাম করতে চাইলে বিভিন্ন এয়ারড্রপ বাউন্টি তে কাজ করতে পারেন | আর এখান থেকে সংগ্রীহীত আপনার টোকেন বা কয়েন কোনো মার্কেটে লিস্টেড হলে সেখান থেকে এক্সেন্জ করে বিটকয়েনে রুপান্তর করতে পারবেন |
ধন্যবাদ
আসলে এটা সত্যি নয়। ফ্রি ইনকাম করার অনেক পন্থা রয়েছে। তবে কেউ যদি দ্রুত সময়ে ইনকাম করতে চায় তাহলে সম্ভব না। এই ফোরামে সিগ্নেচার ক্যাম্পেইন করে অনেকেই অনেক টাকা ইনকাম করছে। আমি বেস্টচেঞ্জ ক্যাম্পেইন এ অনেকদিন আছি। এখন প্রতি সপ্তাহ $৪৫ করে পাই। এইটা সবার দ্বারাই সম্ভব যদি পর্যাপ্ত সময় দেয় ফোরামে। আইডি র্যাংক আপ করতে পারলে সিগ্নেচার ক্যাম্পেইন থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
তাছাড়া এই ফোরামে অনেক ধরনের সার্ভিস দেয়া সম্ভব। যেমন- আর্টিকেল রাইটিং, কম্যুনিটি ম্যানেজার, বাউন্টি ম্যানেজার, ট্রান্সলেশন, ওয়েব ডেভেলপিং, এককথায় সব কিছুই। যারা এইসব কাজ করে তারা এই ফোরামের মাধ্যমেই অনেক কাজ পাওয়া সম্ভব।