প্রজেক্ট কভিড-১৯
বিটকয়েনটক সদ্যসদের জন্য আর্থিক সহায়তা
খুব ভালো একটা টাইমিং হয়েছে। কয়েক ঘন্টা আগে আমি Royse777 এবং তাঁর বোর্ড মেম্বারদের কাছে থেকে বাংলাদেশে ৫০ টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেবার অনুমোদন পেয়েছি যদিও আমি চেয়েছিলাম ১০০ পরিবারের জন্য। আশা করি এই ৫০ পরিবারকে সাহায্য দেবার পর আরো ৫০ জনের জন্য অনুমোদন পাবো।
অনেক ভালো কাজ করছেন এই
Project Covid-19 টীম। আমাদের ফোরামে এই বিষয়ে আমি বিস্তারিত লিখেছি। দয়া করে সবাই পড়বেন:
https://bitcoinbangladesh.org/index.php/topic,68.0.html