বতমান সময়ে টাকা ইনকামের ভাল মাধ্যম হলো ট্রেডিং। কেও বলতে পারেন কি কিভাবে ট্রেডিং করলে ভাল ইনকাম হবে।আর কেও বলবেন কি কোন সাইটে ট্রেডিং করলে ভাল হবে এবং কত ডলার দিয়া ট্রেডিং করলে ভাল হবে।
ট্রেডিং করে যেমন ভালো মুনাফা ইনকাম করা যায়, তেমনি ট্রেডিং এর ক্ষেত্রে যদি আপনি ভালো বিশ্লেষক না হন তাহলে প্রচুর পরিমাণের ক্ষতির সম্মুখীন হতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায় যে, আপনি যদি সাপোর্ট ও রেজিস্টেন্সের জোনগুলো ভালো করে বিশ্লেষণ করতে না পারেন। তাহলে কোন মূল্যে ক্রিপ্টোকারেন্সি কিনবে এবং বিক্রি করবেন সেটির ভুল সিদ্ধান্ত নিলে মুনাফার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে। আর এই বিষয়টি বিটকয়েন ও অল্টকয়েন সকলের জন্য প্রজোয্য। তাই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিশ্লেষণগুলো ভালোভাবে করুন। এতে আপনার সফলতা অনেকাংশে বেড়ে যাবে। ক্রিপ্টোকারেন্সিতে আপনার ভবিষ্যত ভালো হোক ,এই দোয়া রইল।
