ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম। তবে ভালো করে ট্রেডিং করে কি ভাবে কেও বলবেন কি। কোন এক্সেনজার ট্রেড করলে ভালো ইনকাম হয় এবং কত ডলার দিয়া ট্রেড করলে ভাল ইনকাম হবে।আসলেই কি ট্রেড করে ভালো ইনকাম করা যায়।
হ্যা ট্রেডিং করে ভালো পরিমানের টাকা ইনকাম করা যায়। কিন্তু ট্রেডিং এর প্রফিট আপনার এক্সেঞ্জার এর উপর নির্ভর করেনা। আপনি কোন এক্সেঞ্জার এ ট্রেডিং করবেন তা সম্পুর্ন আপনার ব্যাক্তিগত ব্যাপার এবং কত ডলার আপনি ইনভেস্ট করবেন তাও আপনার নিজের সামর্থ্যের উপর নির্ভরকরে।
প্রফিট করার জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখিতে হবে। প্রথমত আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন কয়েন নিয়ে ট্রেডিং করবেন। এর জন্য আপনাকে মার্কেট রিসার্চ করে কয়েন সিলেক্ট করতে হবে। তারপর ঐ কয়েন কিনার জন্য প্রাইস পয়েন্ট বের করতে হবে। এটাও আপনি চার্ট এনালাইসিসকরে বের করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে সার্চ করুন।
শেষ করার আগে একটা টিপ্স দিবঃ যদি নতুন হয়ে থাকেন তাহলে অপিরিচিত টোকেন অথবা কয়েন নিয়ে ট্রেডিং না করাই ভাল, মার্কেটএর টপ কয়েন নক্যে ট্রেডিং করুন।
"আপনি ঐ পরিমাণ টাকা ইনভেস্ট করুন যেটা আপনি ক্ষতিপূরণ করতে পারবেন। কারন ট্রেডিং একটি রিস্কি বিষয়"
ঘরে থাকুন, সুস্থ থাকুন।