ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম,তবে ভালো করে ট্রেডিং করে কিভাবে কেও বলবেন কি দয়া করে সাহায্য করুন....??
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আর ফরেক্স বা অন্য ট্রেডিং কিন্তু এক নই। তাই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে একটু ধারনা নিতে গুগল করতে পারেন। আশা করা যায় কিছু ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভাল ট্রেডিং নির্ভর করে ভাল প্রাকটিস এবং ভাল দক্ষতার উপর। আর নিয়মিত প্রাকটিসই আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলবে।