ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম,তবে ভালো করে ট্রেডিং করে কিভাবে কেও বলবেন কি দয়া করে সাহায্য করুন....??

আপনি কি
sorif24 এর অল্ট একাউন্ট নাকি ( আমি এই বিষয়টিতে ভুলও হতে পারি ) । আপনারা একই ধরনের পোষ্ট করতেছেন। কারণ প্রথমত দুইজনই আপনারা এক্টিভিটি নিয়ে পোষ্ট করছেন , এরপর আবার ট্রেডিং নিয়ে। তাই এমন ধরনের পোষ্ট থেকে বিরত থাকুন এবং যে প্রশ্নের একবার উত্তর দে্ওয়া হয়েছে , সেই প্রশ্নটি বার বার জিঞ্জেস না করাই ভালো। যদি আপনি নুতুন কোনো বিষয় জানেন, সেটি বাংলাতে লেখে প্রকাশ করুন, তাহলে ফোরামের বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য খুবই কাজে লাগবে।
বতমান সময়ে টাকা ইনকামের ভাল মাধ্যম হলো ট্রেডিং। কেও বলতে পারেন কি কিভাবে ট্রেডিং করলে ভাল ইনকাম হবে।আর কেও বলবেন কি কোন সাইটে ট্রেডিং করলে ভাল হবে এবং কত ডলার দিয়া ট্রেডিং করলে ভাল হবে।
ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম। তবে ভালো করে ট্রেডিং করে কি ভাবে কেও বলবেন কি। কোন এক্সেনজার ট্রেড করলে ভালো ইনকাম হয় এবং কত ডলার দিয়া ট্রেড করলে ভাল ইনকাম হবে।আসলেই কি ট্রেড করে ভালো ইনকাম করা যায়।
sorif24 আপনি একইরকমের পোষ্ট করা থেকে বিরত থাকুন, আপনার প্রথম প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেয়া হয়েছে । আর আপনার এমন ধরনের পোষ্ট স্পামিং এর মধ্যে পড়ে এবং ফোরামের নিয়ম-কানুনগুলো ভালো করে পড়ার পর পোষ্ট করুন। এমন ধরনের স্পামিং করতে থাকলে আপনার একাউন্টের অনেক সমস্যা হতে পারে। তাই সকল নিয়ম মেনে চলার মাধ্যমে পোষ্ট করুন এবং আপনার জন্য শুভকামনা রইল।
