বিন্যন্স (Binance)এ কাজ করার জন্য আমাকে কি করতে হবে...
আগে আপনার বিন্যান্স সম্পর্কে পরিপূর্ন ধারনা থাকতে হবে। ক্রিপ্টো ট্রেডিং এ পরিপূর্ন ধারনা থাকলে তবেই আপনার বিন্যান্স এ কাজ করা উচিত। আর আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে আপনার ট্রেডিং বিষয়ে বিশেষ কোন অভিজ্ঞতা নেই।তাই আমি আপনাকে বলব প্রথমে ইউটিউব এ ট্রেনিং নিয়ে বাংলা টিউটোরিয়াল গুলো দেখুন এবং কিছু ডেমো ট্রেডিং সাইটে অভিজ্ঞতা অর্জনের জন্য ট্রেডিং করুন।
আমি আপনাদের সদস্য হয়ে কাজ করতে চাই,তাই আমার কি করতে হবে, দয়া করে সাহায্য করুন..
আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব এর জন্য আপনি বিস্তারিত লিখে এখানে পোস্ট করতে পারেন যাতে আপনি সঠিক দিকনির্দেশনা পান। এখানে অনেক সিনিয়র ইউজার আছেন যারা আপনাকে যে কোন বিষয়ে সাহায্য করতে পারে।
কি কাজ করলে মেরিট পাওয়া যাবে,
মেরিট পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে এই ফোরামে কোন অবাঞ্চিত পোস্ট না করে শুধুমাত্র কোয়ালিটিফুল বা সর্বোত্তম পোস্ট করা। এটা আপনি করতে পারেন কাউকে সাহায্য করে, আবার কোন স্পাম বাস্টিং করে, আরো নানা উপায়। মোটকথা ফোরামে আপনাকে সব রুলস মেনে কোন কপি পেস্ট ছাড়া এমন পোস্ট করতে হবে যা উপকারী হেল্প ফুল এবং অন্যান্য ফোরাম ইউজার তা পছন্দ করে। তবে তারা আপনার ওই পোস্টে মেরিট দিবে।
উদাহরণস্বরূপ: যেমন আমি এখানে আপনাকে সাহায্য করার চেষ্টা করছি, এভাবে মিনিট এর কথা চিন্তা না করে ফোরামে নিয়মিত পোস্ট করতে থাকুন যা গুরুত্বপূর্ণ এবং অপরের জন্য হেল্প করুন।
মাত্রই আপনার বিগত পোস্টগুলো অ্যাকাউন্ট থেকে চেক করে দেখলাম। আপনার বিগত পোস্ট গুলো দেখে মনে হচ্ছে আপনি অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য স্প্যাম পোস্ট করছেন। অবশ্যই আমার ধারণা যদি সত্যি হয়ে থাকে তাহলে তা থেকে বিরত থাকুন। কারণ এর মাধ্যমে আপনি ফোরামের রুলস ভঙ্গ করেন যা কিনা আপনার পথযাত্রার একদম শুরুর দিকেই।
শুভকামনা আপনার জন্য।