বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।