Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 27/06/2020, 05:10:17 UTC
⭐ Merited by BitCoinDream (1)
ভাই কেউ DMG তে invest করতেসেন কি?

https://www.coingecko.com/en/coins/dmm-governance
এই টোকেনটির শুধুমাত্র হাইপ/ফোমো তৈরি হইছিল যে, এটি হতে যাচ্ছে পরবর্তী Compound টোকেন । কারণ Compound টোকেন যখন শুরু হয়,তখন এর মূল্য ছিল মাত্র $৬০ এবং এটি পরবর্তীতে $৩০০+ মূল্যে পৌছায় এবং যারা ইনভেস্ট/বিনিয়োগ করছিলেন, তারা প্রায় ৪-৫গুণ লাভ করে। কিন্তু এখানে একটি বিষয় সকলের লক্ষ্য করা উচিত, Compound টোকেনের মূল্য এত বূদ্ধির একটি সবচেয়ে বড় কারণ হলো এটি Coinbase এ লিস্ট হয় । আর যারা ক্রিপ্টো নিয়ে সবসময় বিশ্লেষণ করেন, তারা জানেন যে, যদি কোনো টোকেন/কয়েন Coinbase এ লিস্ট হয়, তখন সেই কয়েনের মূল্যের বূদ্ধি হয় অর্থ্যাৎ কয়েন/টোকেন পাম্প হয়। এটি ছিল সবচেয়ে বড় একটি কারণ যার জন্য  Compound টোকেনের মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও Binance এ লিস্টিং এর খবরও শুরুদিকে ক্রিপ্টো-লাভারদের মধ্যে আলোচনার বিষয় ছিল। আর এই ধারাবাহিকতায় DMM Governance টোকেনটি শুরু হলে হাইপ/ফোমো তৈরি হয় এবং এটির মূল্য প্রায় ২ গুণে চলে যায়। কিন্তু হাইপ বা ফোমো বেশিদিন টেকসই হয় না, তাই পরবর্তীতে মূল্যের অধপতন হয় এবং আবার বৃদ্ধি হতে শুরু করে। তবে আপনি চাইলে ট্রেড করতে পারেন , কিন্তু কখনোই অনেকদিনের জন্য হোল্ড করার চিন্তা না করলে ভালো। শুধুমাত্র কম সময়ের জন্য ট্রেড করুন এবং লাভ হলেই ওই কয়েন/টোকেন থেকে সরে পড়ুন। অন্যকোনো ভালো কয়েনে ইভেন্ট দেখে ট্রেড শুরু করেন। এতে অল্প লাভ হলেও বেশি ক্ষতির সম্ভাবনা কম।