করোনা ভাইরাসের জন্য বেশ কিছু প্রজেক্ট সাকসেস হতে হতেও হচ্ছে না।
আপনি ঠিক বলেছেন Covid - 19 এর কারণে পুরো অনলাইন প্ল্যাটফর্ম
ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
আপনার কথাটি শুধুমাত্র সেন্ট্রালাইজ বা এককেন্দ্রিক ব্যবস্থাগুলোর ক্ষেত্রে সঠিক, কিন্তু ব্লকচেইনের প্রজেক্টের জন্য সম্পূর্ণ সঠিক নয়। আর যদি আপনি নতুন অল্টকয়েন প্রজেক্টের কথা বলেন, তাহলেও সেটি বাস্তবিক ক্ষেত্রে সঠিক নয়। কারণ যেসব প্রকৃত বা ভালো প্রজেক্ট এই ক্রিপ্টোকারেন্সি কিংবা ব্লকচেইনের দুনিয়াতে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে কিংবা করে ,তারা কখনোই থেমে থাকবে না এবং তারা শুধুমাত্র বিনিয়োগকারীর অপেক্ষায় থাকে না। তারা অবশ্যই নিজেদের প্রজেক্টের সঠিক তত্ত্বাবধানের জন্য স্পন্সার/তত্ত্বাবধানকারী খুজে নেবে যেন বিনিয়োগকারী না হলেও প্রজেক্টের কাজ চলতে থাকে। আর যেসব নতুন প্রজেক্ট শুধুমাত্র উরা-ধুরা স্বপ্ন দেখায় হইটপেপারে বলে, আমরা ব্লকচেইন দুনিয়া এটা করব ওটা করব , আবার কম সবচেয়ে মূল্যের ২-১০গুণ মুনাফা পাবেন। এই ধরনের সকল প্রজেক্ট শুধুমাত্র বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা/অর্থ উত্তোলনের জন্য আসে। টাকা/অর্থ তোলা শেষে একটা ফালতু এক্সচেঞ্জে লিস্ট করে গায়েব হয়। তাই সকলে এই করোনার সময় যদি কোনো প্রজেক্টে বিনিয়োগ করেন কিংবা কোনো কয়েন/টোকেনে ট্রেড করেন। তাহলে অবশ্যই নিজেদের বিচার-বিশ্লেষণ করবেন এবং অন্যের কথায় ধনী হওয়া চেষ্টা না করায় ভালো।


বিভিন্ন নতুন অল্টকয়েন প্রজেক্টের বাস্তবতা
